বাড়িতে বসে প্রায় সাত মাস ধরে, চরম সংকটের মধ্যে পুরুলিয়ার পাড়দ্দার ঢাকিরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোনো রকম বরাত নেই প্রায় বিগত সাত মাস ধরে। বংশপরম্পরায় চলে আসা পেশা ধরে রাখতে পুরুলিয়ার বলরামপুর থানার বিখ্যাত ঢাকি গ্রাম পাড়দ্দার ঢাক শিল্পীরা পড়েছেন চরম সংকটের মধ্যে। একটা সময় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই এমনকি এই গ্রামের ঢাক শিল্পীরা ডাকও পেতেন দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও। কোরোনা সংক্রমণ বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবছর। তাই সাত মাস ধরে ঢাক বাজানোর কোনো রকম বরাত না পেয়ে ঢাক শিল্পীরা একরকম বাড়িতেই বসে রয়েছেন। এমনকি অনেকে তাকিয়ে ছিলেন দুর্গাপুজোর দিকেও। কিন্তু বাইরে থেকে কোনও শিল্পীই ডাক পাননি। আর্থিক টান পড়েছে এমনকি তাদের সংসারেও। এদিকে ঢাকেও ক্রমশ জমছে ধূলো । তাই অনেকেই অন্য কাজে ঝুঁকছেন বংশপরম্পরায় চলে আসা এই পেশা বদলে। কেউ কেউ আবার কম বাজেটের পুজোর বরাত নিয়েছেন নিজেদের জেলাতেই। এভাবে চললে নিজেদের পেশা কীভাবে ধরে রাখবেন তা ভেবে ঢাকিদের কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজও।

এক ঢাক শিল্পী নিরুকালিন্দীর কথায়, “পাড়দ্দা গ্রামে জওয়ান বুড়ো মিলিয়ে ঢাক শিল্পী রয়েছেন প্রায় ৫০ থেকে ৬০ জন।ঢাক বাজানোই মূল পেশা এই গ্রামের কালিন্দী পাড়ার প্রত্যেক পরিবারেরই। এই শিল্প চলে আসছে একরকম বংশপরম্পরায়। বছরের সব সময়ই জেলা তো বটেই সকলেই ঢাক বাজানোর ডাক পেত এমনকি ভিন জেলা ও ভিন রাজ্য থেকেও । এতে আয়ও হত প্রচুর পরিমানে। কিন্তু এবছর ঢাকিদের কোনো কদর নেই কোরোনার আবহের জেরে। সাত মাস ধরে বাড়িতে রয়েছে সকলেই । রোজগার একেবারেই বন্ধ। ছেলেরা বাধ্য হয়ে ঢাক বাজানো ছেড়ে ঝুঁকছে অন্য কোনো ব্যবসায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *