ভক্তদের প্রবেশ নিষেধ ইসকনের সুবর্ণ জয়ন্তী রথযাত্রা উৎসবেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইসকনের (ISKCON) প্রসিদ্ধ রথযাত্রা মূলত স্থগিতই রইল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমলেও। গতবছরও রথযাত্রা আয়োজিত হয়নি কোভিডের প্রথম ধাক্কার কারণেই। আগামীকাল শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। ১২ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা। মূলত ইসকন মহা ধুমধামের সঙ্গে রথযাত্রার আয়োজন করে থাকে শহর কলকাতায়। এবার তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। ইসকন কর্তৃপক্ষ বিরাট আয়োজনেরও পরিকল্পনা করেছিল সেই কথা মাথায় রেখেই। কিন্তু তা বাতিল করা হয়েছে ভয়াবহ কোভিড পরিস্থিতির কারণে। এই প্রসঙ্গে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ প্রভু বলেন,”স্নানযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই সম্পূর্ণ যাবতীয় প্রস্তুতি। পালিত হবে এমনকি সব আচারবিধি। তবে স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না সাধারণ ভক্তরা। এই বিধিনিষেধ জারি করা হয়েছে একমাত্র কোভিড পরিস্থিতির কারণেই। ১২ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে নিয়ম মেনেই৷ সেদিনও প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে এমনকি সাধারণ ভক্তবৃন্দের। “

ইসকনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ভক্তরা এমনকি ভার্চুয়ালি দেখতে পারবেন স্নানযাত্রা এবং রথযাত্রা উৎসবের প্রতিটি মুহূর্তই। ইসকনের বারোশোটি মন্দির রয়েছে বিশ্বের দেড়শোটি দেশে। বিভিন্ন দেশের মন্দিরের মোট পঞ্চাশ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার ইসকন মন্দিরের রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে। তাও বাতিল করা হয়েছে এমনকি করোনার জেরে। এবার একটু মূলত একটু ভিন্নভাবে রথযাত্রার পরিকল্পনা করা হয়েছিল সুবর্ণ জয়ন্তী উপলক্ষে।এমনকি রথ পরিক্রমার পরিকল্পনাও ছিল রেড রোডে দুর্গাপূজার কার্নিভালের ঢংয়ে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা শেষ হত। ভক্তরা সেখানে দর্শন করতে পারতেন জগন্নাথ দেবেরও। এছাড়াও ভজন শোনানোর ব্যবস্থা করা হয়ছিল বিশ্বের ১২০ ভাষায়। কিন্তু সবকিছুই বন্ধ রাখতে হচ্ছে কোভিড পরিস্থিতির কারণেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *