সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের ভূকম্পন আতঙ্ক ফিরে এল মহরাষ্ট্রে৷ বৃহস্পতিবার সকালে ৪.৮ ম্যাগনিটিউডে কেঁপে উঠল মহারাষ্ট্রের সাতারা এলাকা ৷ এই ভূকম্পন অনুভূত হয় সকাল ৭.৪৭ মিনিটে , এর গভীরতা ছিল ১০ কিলোমিটার৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ এর ঠিক পরেই, সকাল ৮.২৭ মিনিট নাগাদ ৩.০ ম্যাগনিটিউডে পুনরায় কম্পন অনুভূত হয়৷এর আগে, অর্থাৎ গতকাল বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম ওডিশা৷ রিপোর্ট বলছে পশ্চিম ওডিশার সম্বলপুর, কুচিন্দা, দেওগড়, রউরকেল্লা, বোনাই ও ঝাড়সুগুডায় অনুভূত হয় এই কম্পন৷

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তীব্র ঝাঁকুনি অনুভব করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা৷ তবে এই কম্পন এর রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ কয়েক সেকেণ্ড ধরে এই কম্পন অনুভব করা যায়৷ তবে আতংক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকা জুড়ে ৷ বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ৷

তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি৷ ওডিশা টিভিকে দেওয়া এক বিবৃতিতে ঝাড়সুগুডার এক বাসিন্দা লিজালিন নায়েক বলেন কাঁপতে শুরু করে পুরো বাড়িটা ৷ বাড়ির বাইরে বেরিয়ে আসেন আমার বাড়ির সবাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *