এক ধুন্ধুমার পরিস্থিতি মতুয়াগড়ে, ঠাকুরনগর তোলপাড় হল সাংঘাতিক অভিযোগে !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে বিজেপি ওড়ালেনঅভিষেকের দাবি । সিআইএসএফ নয়, রাজ্যের অধীনস্থ আরএএফ বাহিনী ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মন্দিরের অমর্যাদা করেছে , রাজ্য় বিজেপি এমনই দাবি করেছে টুইটারে একটি ছবি পোস্ট করে । রবিবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে ঠাকুরনগরে ধুন্ধুমার-কাণ্ড বেঁধে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে। মতুয়া মহাসংঘের কর্মী-সমর্থকরা অভিষেক ও তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের বিক্ষোভ ও কালো পতাকা দেখান । যার জেরে তৃণমূলের শীর্ষ নেতা ঠাকুরবাড়ির মূল মন্দিরে পুজোই দিতে পারেননি । বাধ্য হয়ে তাঁকে ফিরে যেতে হয় পাশের মন্দিরে পুজো দিয়ে।

রবিবার চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঠাকুরনগরে । কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সুরক্ষায় মোতায়েন থাকা সিআইএসএফ বাহিনীর জওয়ানরা জুতো পরে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মন্দিরে উঠে পরেছিলেন বলে অভিষেক অভিযোগ করে । শুধু তাই নয়, কেন্দ্রীয় জওয়ানরা মহিলাদের ধাক্কাধাক্কি পর্যন্ত করেছেন বলেও অভিযোগ অভিষেকের। তবে এবার অভিষেককে পাল্টা জবাব বঙ্গ বিজেপির।

টুইটে একটি ছবি পোস্ট করে বিজেপির তরফে লেখা হয়েছে, ‘মমতার সরকার বাংলায় কোনও হিংসামুক্ত জায়গা বাকি রাখেনি। তৃণমূলে গুণ্ডারাই ঠাকুরবাড়িতে ভক্তদের লাঞ্ছিত করেছে। তারা সিআইএসএফের কর্মী ছিলেন না, তারা পশ্চিমবঙ্গের আরএএফের কর্মী!’

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের গণ্ডগোল ইস্যুতে কেন্দ্রীয় বাহিনীকেই তুলোধনা করে বিজেপিকে দুষে । টুইটে ছবি-ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘ তীব্র ধিক্কার জানাচ্ছি বিজেপির শান্তনু ঠাকুরকে। সিআইএসএফ-এর কর্মীরা ঠাকুরবাড়ি মন্দিরে তাণ্ডব চালিয়েছেন। মন্দির প্রাঙ্গণকে অসম্মান করেছেন জুতো পরে উঠে। শারীরিকভাবেও লাঞ্ছিত করেছেন মহিলা ভক্তদের। এটা অত্যন্ত জঘন্য কাজ। তারা ঠাকুরবাড়ির পবিত্রতা ক্ষুন্ন করেছে রাজনীতির নামে। এটা ক্ষমতার লজ্জাজনক প্রদর্শন ছাড়া আর কিছু নয় !’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *