করাত হাতে প্রাক্তনীদের হস্টেলে প্রবেশ মধ্যরাতে, ডাক্তারি পড়ুয়াদের একাংশের র‍্যাগিংয়ের অভিযোগ টালা থানায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরজি করের অধ্যক্ষ বদলকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। পড়ুয়াদের হুমকি, শাসানি, ঘরে আটকে রাখার অভিযোগ। আতঙ্কিত প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশ। গোটা ঘটনা কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানিয়েছেন হস্টেল সুপার। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগপত্রে র‍্যাগিং-এর অভিযোগ আনা হয়েছে। ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। র‍্যাগিংয়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম।

হাসপাতালের চিকিৎসকদেরই একাংশ বলছেন, আসলে যে অধ্যক্ষ বনাম অধ্যক্ষ বিরোধী শিবিরের টানাপড়েন, সেটাই স্পষ্ট হয়ে উঠছে। হাসপাতালের ক্যাম্পাসে পড়াশোনা, গবেষণা, রোগী চিকিৎসা যেখানে অগ্রাধিকার হ‌ওয়া প্রয়োজন, সেখানে জুনিয়র চিকিৎসকদের একাংশ ব্যস্ত ক্ষমতার রাশ ধরে রাখার খেলায়। আর এদিকে রোগী দেখছেন আয়া, সেই অভিযোগও উঠেছে আরজিকর হাসপাতালে।

মঙ্গলবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে আরজিকর হস্টেল চত্বর। নতুন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সংবর্ধনায় সামিল হয়েছিলেন ডাক্তারি পড়ুয়াদের একাংশ। কেন তাঁরা সংবর্ধনা অনুষ্ঠানে গেলেন, তা নিয়েই বিবাদ। অভিযোগ, গভীর রাতে আরজি কর-এ করাত হাতে চড়াও হন প্রাক্তনীরা। তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, কয়েকজন প্রাক্তনী অ্যাপ্রন গায়ে, হাতে করাত নিয়ে হস্টেলের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আসলে হস্টেলের গেটে লাগানো তালা করাত দিয়ে কাটার জন্যই করাত নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। এরপর ভোর পাঁচটার সময়ে হস্টেলের ভিতর ঢুকে নতুন অধ্যক্ষকে সংবর্ধনায় যোগদানকারী পড়ুয়াদের শাসানো হয় বলে অভিযোগ। যাদবপুরে র‌্যাগিংকাণ্ডের রেশ কাটার আগেই আরজিকরের ঘটনায় আবার নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *