কিশনগঞ্জে দুবাইয়ের হোটেল ব্যবসায়ীসহ পাঁচ জন গ্রেফতার হল দেশি ও বিদেশি মুদ্রা সমেত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রচুর পরিমানে দেশি ও বিদেশি মুদ্রা সহ দুবাইয়ের এক হোটেল ব্যবসায়ী ও তাঁর চার সঙ্গীকে আটক করে কিশনগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশনগঞ্জের ২৭ নম্বর জাতীয় সড়কে পুলিশ তাদের আটক করে রামপুর আবগারি চেকপোস্টে।

কিশনগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে সড়কপথে কলকাতা ফিরছিলেন দুবাইয়ের হোটেল ব্যবসায়ী জিয়াউর রহমান ও তাঁর চার সঙ্গী অভিজিৎ পাল, সৌরভ আইচ, বাপি কুমার ও রাজা পাল। জিয়াউর হুগলির বাসিন্দা হলেও বাকিদের বাড়ি আরামবাগে। তাদের গাড়িটি কিশনগঞ্জের ২৭ নম্বর জাতীয় সড়কে রামপুর আবগারি চেকপোস্টে দাড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৩৭ লক্ষ টাকা, ৫ লক্ষ দিনার ও প্রচুর পরিমানে মালয়েশিয়ার মুদ্রা।

মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার জানান, গাড়ির বিভিন্ন জায়গায় লুকানো ছিল দেশি বিদেশি মুদ্রা গুলো। ধৃতরা পুলিশকে জানিয়েছে হোটেল ব্যবসার কাজে তাঁরা শিলিগুড়ি এসেছিলেন। গাড়ি থেকে উদ্ধার হওয়া দেশি বিদেশি মুদ্রার উৎস কি তা খতিয়ে দেখতে আয়কর ও সীমাশুল্ক দপ্তরকে খবর দেওয়া হয় । অবশেষে পুলিশ ধৃতদের বিলাসবহুল গাড়িটিকে বাজেয়াপ্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *