চন্দ্রায়ন ২ পা রাখল চাঁদের কক্ষপথে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারতকে সাফল্যের শীর্ষ স্থানে বসিয়ে চন্দ্রায়ন ২ মঙ্গলবারইপা রাখল চাঁদের কক্ষপথে ৷ এদিন চন্দ্রায়ন ২-এর লিকুউড ইঞ্জিন স্থাপন করা হবে চাঁদের কক্ষপথে৷ মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ চন্দ্রায়ন ২ সফল ভাবে চাঁদের কক্ষপথ স্পর্শ করে ৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে ইণ্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর পক্ষ থেকে চেয়ারম্যান কে শিবন জানান, অত্যন্ত চ্যালেঞ্জিং সমগ্র প্রক্রিয়াটাই ৷ তবে ইসরো এবার সফলতার মুখ দেখবেই ৷ চলতি বছরের জুলাই মাসের ২২ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে যাত্রা শুরু করে চন্দ্রায়ন ২৷ ২০শে অগাষ্ট চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল চন্দ্রায়ন-২য়ের৷ এবার একেবারে অন্ধকার দিকটিতে নামবে চন্দ্রায়ন ২৷ এই অংশটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩৭০ মাইল দূরে৷

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের এই অংশটিতে যে পাথর রয়েছে তা প্রায় ৪বিলিয়ন বছরের প্রাচীন ৷ বিজ্ঞানীরা মনে করছেন, এখানেই এক সময় ছিল এক বিশালকার সমুদ্র৷ সেই সমুদ্রের তরল পাথর জমাট বেঁধে চাঁদের মাটিতে এই পাথর জমেছে৷ইসরো জানিয়েছে, মঙ্গলবারের পর এই চন্দ্রায়ন ২ মোট চারবার চাঁদের কক্ষপথে পাক খাবে ৷ ১০০ কিমি পথ পেরিয়ে তারপর চাঁদের মাটি ছোঁওয়ার কথা স্পেসক্রাফটির৷২ রা সেপ্টেম্বর বিক্রম ল্যাণ্ডার পৃথক হবে অরবিটার থেকে ৷

ইসরোর মিশন অপারেশন কম্পপ্লেক্স থেকে গভীর ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে চন্দ্রায়ন ২য়ের গতিবিধি৷ইতিমধ্যে বেশ কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রায়ন ২৷ মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই প্রকাশ করা হয়েছে। ট্যুইট করে সেই ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI4 ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবি। একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি। ৩ রা অগস্ট, শনিবার তোলা হয়েছে সেই ছবিগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *