“দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সূচনা হলো সরিষার তৃণমূল ভবনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দোরগোড়ায় রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আবার বছর ঘুরলেই লড়াই দিল্লি মসনদ দখলেরও। দুয়ারে সরকারের পর এবার ফের কর্মসূচি গ্রহণ করলো রাজ্যের শাসক দল, যার পোশাকি নাম ‘দিদির সুরক্ষা কবচ’।রাজ্য সরকারের ১৫ টি প্রকল্প কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচিতে দিদির দুত হয়ে এলাকার সাধারণ মানুষদের বাড়ি বাড়ি ইতোমধ্যেই পৌঁছে যাচ্ছেন সাড়ে ৩ লক্ষ তৃণমূল কর্মী।এই বিষয়টি নিয়ে, রাজ্যের প্রতিটি বিধান সভাতেই শুরু হয়েছে সাংবাদিক সম্মেলন। অন্যান্য অঞ্চলগুলির মতই, দিদির সুরক্ষা কবচ নিয়ে ডায়মন্ড হারবার বিধানসভার সরিষায়, সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক পান্নালাল হালদার।

পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার, ডায়মন্ড হারবার ২ নং ব্লক তৃনমূল সভাপতি অরুময় গায়েন, সরিষা অঞ্চলের যুবনেতা সামিম আহমেদ সহ তৃণমূল নেতৃত্বরা। ডায়মন্ড হারবার বিধানসভার ৮ টি অঞ্চলে আগামী দুই মাস ধরে চলবে এই বিশেষ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *