দেশ ব্যাপক উত্তাল অগ্নিপথ আঁচে , আজ দেশ জুড়ে ডাক দেওয়া হল ভারত বন্ধের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ‘অগ্নিপথ’ প্রকল্পের জেরে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হল গোটা দেশ জুড়ে। এমনকি চরম বিভীষিকাময় পরিস্থিতি দেখা দিয়েছে দেশজুড়ে । এছাড়াও জ্বলছে ট্রেন, বাস। এই পরিস্থিতির কারণেই বেশ কয়েকটি সংগঠন দেশজুরে ভারত বন্ধের ডাক দিয়েছে। এমনকি পদক্ষেপ নেওয়া হয়েছে ২৪ ঘণ্টার ভারত বন্ধ কার্যকর করারও । আর প্রশাসনও তৎপর এই ঘটনার বাড়বাড়ন্ত রুখতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আলোড়ন শুরু হয়েছে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ নিয়ে। রাজ্যে রাজ্যে বিক্ষোভ দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায়। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ট্রেন অবরোধও । যাত্রীরা অসুবিধের কবলে পড়েছে হাওড়া স্টেশনেও। নির্দিষ্ট সময়ের জন্য বাতিল করা হয়েছে দিল্লী এবং এলাহাবাদগামী ট্রেনগুলিও।দুপুর কিংবা সন্ধ্যের দিকে ছাড়বে বেশ কিছু ট্রেন । চরম দুর্ভোগে এমনকি যাত্রীরা। অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশ জুড়ে।

এদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও । সতর্ক থাকতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকেও। নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে। নিরাপত্তার জন্য থাকছে অতিরিক্ত সুরক্ষা, পিসিআর ভ্যান। মেট্রো স্টেশনের সামনে থাকছে পুলিশবাহিনী। পুলিশি তৎপরতা থাকছে রেল স্টেশনের বাইরেও। বিক্ষোভের জেরে হুলুস্থুলু কাণ্ড বিহারের নানা জায়গায় । ঝাড়খণ্ড সরকারের তরফে স্কুলও বন্ধ রাখা হবে । অগ্নিপথ প্রকল্পের জেরে কেন্দ্রীয় সরকারের তরফে ৩৫ টি ওয়াটস অ্যাপ গ্রুপকেও নিষিদ্ধ করা হয়েছে । এমনকি কংগ্রেসও দাবি করেছে অগ্নিপথ প্রত্যাহারের । দেশের নানা প্রান্তে চরম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *