ফের কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের , লকডাউন ভাঙায় গ্রেপ্তার করা হলো ১৮৫ জনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বরাষ্ট্রসচিব গতকালই জানিয়েছেন এ রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে। তারপরই কলকাতা পুলিশকে দেখা গেল আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে। লকডাউন ভাঙায় ১৮৫ জনকে গ্রেপ্তার করা হল শহর কলকাতায়। আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মাস্ক না পরার কারণে। কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শহর কলকাতায়।

এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা এই মুহূর্তে একান্ত ভাবে প্রয়োজন। কন্টেনমেন্ট জ়োনগুলিতে কড়া লকডাউনের ব্যবস্থা করা হয়েছে সংক্রমণ কে প্রতিহত করতে। তারপরও অনেকে অপ্রয়োজনে রাস্তায় বেরিয়ে পড়ছেন। তাই এবার ফের কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নিতে শুরু করল। গতকালই অনেককেই গ্রেপ্তার করা হয়েছে লকডাউন ভাঙার কারণে।

বারবার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। বিভিন্ন এলাকায় মাইকিং করে চালানো হচ্ছে প্রচার। চাওয়া হচ্ছে সকলের সহযোগিতা। বারবার বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও একাধিক জায়গায় কন্টেনমেন্ট জ়োনের বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *