ফের ফিরতে চলেছে লকডাউন! ইয়েলো অ্যালার্ট জারি হল রাজধানী দিল্লীতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের রাজধানী শহর দিল্লিতে ফের কড়াকড়ি শুরু হল মারন ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সহ করোনা সংক্রমণ বাড়তেই। জারি হল এমনকি ‘‌‌ইয়োলো অ্যালার্টও । মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হল দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে। দেশের রাজধানী ফের ঘরবন্দি অবস্থায় ফিরে এসেছে একপর্যায়ে। দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে এও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। দিল্লি মেট্রোয় যাতায়াত করতে পারবেন শুধুমাত্র ৫০ শতাংশ যাত্রী । পাশাপাশি, বন্ধ থাকবে সিনেমা, মাল্টিপ্লেক্স, জিম । বন্ধ রাখা হবে সমস্ত বিনোদন পার্কও।

বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন।এদিকে জারি করা হয়েছে রাত্রীকালিন কার্ফুও। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এমনকি রাজনৈতিক, ধর্মীয় এবং অন্য কোনও উৎসব ও জমায়েতও । দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, গত কয়কদিন ধরে করোনা সংক্রমণের হার ০.‌৫ শতাংশের উপর রয়েছে। সংক্রমণে লাগাম টানতে লেভেল ওয়ান ‌(‌‌ইয়োলো অ্যালার্ট)‌‌ জারি করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বর্ষশেষের উৎসবকে কেন্দ্র করে গোটা দেশে ওমিক্রন সংক্রমণ বাড়ারও। ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *