‘মাই জিও’ অ্যাপেই এবার মিলবে ইউপিআই পেমেন্ট পরিষেবা, নতুন বছরে নতুন চমক আনল জিও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পরিকল্পনা ছিল আগেই । এবার রিল্যায়ান্স জিও সেই পরিকল্পনায় বাস্তবায়িত করতে চলেছে।অম্বানীর সংস্থা হোয়াটসঅ্যাপের মতো পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে ‘মাই জিও’ অ্যাপেও। গুগল পে-র মতো মাই জিও অ্যাপে এবার থেকে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবেন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিষেবার মাধ্যমে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে ,প্রাথমিকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে কিছু নির্দিষ্ট গ্রাহকদের জন্যই।যে গ্রাহকদের ইউপিআইয়ের সুবিধা দেওয়া হবে তাদের আলাদা করে(ভিপিএ) পাঠিয়ে দেওয়া হবে ভার্চুয়ার পেমেন্ট অ্যাড্রেস । মাই জিও অ্যাপের জিওসাভন, জিওসিনেমা, জিওএনগেজের পরিষেবা পেতে এবং এর নতুন ভার্সনগুলোর সুবিধা পেতে ইউপিআই মারফত গ্রাহকরা সহজেই টাকা জমা করতে পারবেন।যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকরা ইউপিআইয়ের মাধ্যমে টাকা জমা করতে পারবেন তাদের একটা তালিকা খুব দ্রুতই সামনে আনবে জিও। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, জিও-র সঙ্গে কথাবার্তা চলছে অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ও এসবিআইয়েরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *