রান্নার গ্যাসের দাম ফের ঊর্ধ্বমুখী, অবশেষে হাজারের গণ্ডি পেরল রাজধানী দিল্লিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বাড়ল রান্নার গ্যাসের মূল্য৷ বৃহস্পতিবার ৩ টাকা ৫০ পয়সা বেড়েছে ঘরোয়া কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম৷ এর ফলে দেশের সর্বত্রই হাজার টাকা পেরিয়ে গেল রান্নার গ্যাসের দাম ৷ তবে কলকাতায় অবশ্য রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়েছে অনেক আগেই৷ এর আগে,মূলত চলতি মাসের ৭ তারিখই রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা করে৷

উল্লেখ্য, এমনিতেই খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে৷ যার কারণে আম জনতার হেঁসেলে ক্রমশ চাপ পড়ছে৷ তার উপর এদিন রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে চিন্তা আরও বাড়ল মধ্যবিত্তের৷ এদিন রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে ১৪ .২ কিলোর এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩ টাকা দাঁড়াল রাজধানী দিল্লিতে ৷ এক বছরের মধ্যে দিল্লিতে রান্নার গ্যাসের দাম ৮০৯ টাকা থেকে বেড়ে হল ১০০৩ টাকা ৷এদিকে কলকাতার রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ১০২৯ টাকা ৷ চেন্নাইয়ে এই দাম ১০১৮ টাকা ৫০ পয়সা ৷ মুম্বইয়ে ১০০২ টাকা ৫০ পয়সা ৷ এদিন বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিল্ডারের দামও বেড়েছে ৮ টাকা করে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *