ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই শুরু হল ত্রিপুরায় , উদ্বোধন হল প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে ত্রিপুরা প্রদেশ তৃণমূল ভবনের উদ্বোধন হলো ত্রিপুরার রাজধানী আগরতলায়। এই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা নেত্রীও। যাদের মধ্যে অন্যতম হলেন সুস্মিতা দেব, সায়নী ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক সহ একাধিক নেতৃত্ব। তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্য তৃণমূল কার্যালয়ের উদ্বোধন হলো পুজো সেরে ঘটা করে । সেইসঙ্গে শুরু হলো বিজেপির চোখে চোখ রেখে লড়াই।

তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানান, “গণতান্ত্রিক দেশে ত্রিপুরা রাজ্যে প্রায় এক বছর সময় লেগে গেল একটা জাতীয় দলের অফিস খুলতে। আমরা কম করিনি চেষ্টা। যারা এমনকি সরকারে আছে, তাঁদের প্রশ্ন করতে চাই। এক বছর সময় লেগে গেল, তার বিচার আমি রাখছি ত্রিপুরা রাজ্যের জনসাধারণের সম্মুখে । আমরা ত্রিপুরার মাটিতে এসে বলেছিলাম আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় বারবার বলেছেন, আমাদের সংগ্রাম চলবে পুরো মাটিতে নেমে, মাঠে নেমে। যেভাবে বেকারত্ব বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, ছাত্ররা আন্দোলন করছে, আমরা লড়াই করব তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে । আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা ত্রিপুরা রাজ্যে পরিবর্তনের চেষ্টা করব গণতান্ত্রিকভাবে ।”

ত্রিপুরা তৃণমূল রাজ্য সভাপতি সুবল ভৌমিক এও জানান, “ এ এক ঐতিহাসিক মুহূর্ত। মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় হোক মানুষ এমনটাই চেয়েছিলেন। আমাদের যারা মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন, যারা এত প্রতিকূল অবস্থার মধ্যেও ইঞ্চিতে ইঞ্চিতে শাসক দলের বিরুদ্ধে লড়াই করছেন, তারা সবাই আসবেন। শাসক দল চেষ্টা করেছিল যাতে আমরা কার্যালয় না খুলতে পারি।”

প্রসঙ্গত, আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগেই রাজ্যে তৃণমূল লড়াইয়ে নামতে চলেছে নতুন কার্যালয় গড়ে। উপনির্বাচনে তেমন সাফল্য না এলেও তৃণমূল নিজের লক্ষ্যে স্থির ।তৃণমূলের মূল উদ্দেশ্য বিজেপি শাসনের অবসান ঘটানোই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় দলের নতুন দলীয় কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন উপনির্বাচনের প্রচারে এসে। অবশেষে তার বাস্তবায়ন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *