এযাবৎকালের সব থেকে বড় ব্রিটিশ আমলের কামান উদ্ধার হল কলকাতার ফুটপাথ খুঁড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দমদমের পর ফের ঐতিহাসিক কামানের খোঁজ মিলল শহর কলকাতার রাস্তায়। কামান উদ্ধারের কাজ চলে মূলত পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসের পাশে স্ট্র্যান্ড রোডের ধারের ফুটপাথের মাটি খুঁড়ে ।উল্লেখ্য বহু বছর ধরে স্ট্র্যান্ড রোডের ফুটপাতে ধারে বেরিয়ে ছিল এই কামানের মুখ। ফেয়ারলি প্লেস কিংবা তার আশেপাশে যাদের নিত্য যাতায়াত এটি দেখেছেন তাঁদের অনেকেই। সম্প্রতি বিষয়টি রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিসিয়াল ট্রাস্টির নজরে আসে । এর পরেই গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় সেই কামান তুলে আনার কাজ। মাঝে কয়েকদিন কিছু সমস্যার জন্যে উদ্ধারকাজ বন্ধ ছিল। এরপর পুনরায় সেই খনন কাজ শুরু হয় মঙ্গলবার থেকে।

কামান খুঁড়ে বের করার সময়ে সকাল থেকেই উপস্থিত ছিলেন বন্দুক ও কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন, পুলিশ এবং সিইএসসি-র কর্মীরা। প্রসঙ্গত চলছে কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক কামান পুনরুদ্ধার করার কাজ। এসব ঐতিহাসিক কামান এবং যাবতীয় তথ্য সকলের সামনে তুলে ধরতেই রাজ্যে সরকারের সাহায্যে জুডিশিয়াল কামান সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ধার করার পর এই সংগ্রহশালাতে রাখা হবে এসব কামান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *